মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, মায়ের পাশে স্ত্রীসহ তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ এএম

শেয়ার করুন:

K

নানা শারীরিক জটিলতা নিয়ে লম্বা সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল এই তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন। 

ডা. জাফর ইকবাল বলেন, বিএনপি চেয়ারপারসনকে নিয়মিত ডায়লাসিস দেওয়া হচ্ছে। ডায়ালাসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হচ্ছে। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। হার সিচুয়েশন ইজ ক্রিটিক্যালি ইল (তার অবস্থা গুরুতর)। নাও রিয়েলি বেড শেপ (এখন তার অবস্থা খুবই খারাপ)।’

তিনি আরও জানান, অসুস্থ মায়ের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর