সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হলফনামা: জামায়াত আমিরের দেড় কোটি টাকার সম্পদ, নগদ ৬০ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

হলফনামা: জামায়াত আমিরের দেড় কোটি টাকার সম্পদ, নগদ ৬০ লাখ
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি এমন তথ্য দিয়েছেন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের আয়ের তুলনায় সম্পদের পরিমাণ বেশি দেখা গেছে। ঢাকা-১৫ আসনের প্রার্থী হিসেবে দাখিল করা তথ্যে তিনি তার মোট সম্পদ প্রায় দেড় কোটি টাকা উল্লেখ করলেও বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ৩ লাখ ৬০ হাজার টাকা। হলফনামায় তার নগদ অর্থ, জমি, ভবন, শেয়ারসহ স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

ডা. শফিকুর রহমানের সম্পদ দেড় কোটি টাকার, নগদ আছে ৬০ লাখ।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি এমন তথ্য দিয়েছেন।

ঢাকা-১৫ আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। হফলনামায় বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের বাবা মো. আবরু মিয়া, মাতা খাতিবুন্নেছা, বাসা-১৭, রোড়-২, পপুলার হাউজিং-১. বড়বাদ. মিরপুর। 

কোনো ঋণ নেই। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা। আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। আয়কর দিয়েছেন ৩০ হাজার টাকা।

হলফনামায় আরও বলা হয়েছে, স্ত্রীর কোনো আয় নেই। তিন সন্তানের সকলের আয় রয়েছে। সালওয়া সাফীর সম্পদ ৫ লাখ টাকা। আয়কর দেননি। সাবরীন রাদীর আয় ২৫ হাজার ১৭৯ টাকা। সম্পদের পরিমাণ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯ টাকা। আয়কর দিয়েছে ৩ হাজার ৭৯৯ টাকা। রাফাত সাদিকের আয় ৬৬ হাজার ৬৬৭ টাকা, সম্পদ ৩০ হাজার টাকার, আয়কর দেননি।


বিজ্ঞাপন


শফিকুর রহমানের বিদেশে কোনো সম্পদ নেই। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি আছে ২১৭ শতক, মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা; অকৃষি জমি ১৩ শতক, মূল্য ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা; ১১ দশমকি ৭৭ শতকের একটি আবাসিক ভবন আছে, যেখানে ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে, মূল্য ধরা হয়েছে ২৭ লাখ টাকা। কৃষিখাত থেকে তার আয় ৩ লাখ টাকা।  অন্যান্য খাত থেকে আয় ৬০ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে জামায়াতের আমিরের হাতে  নগদ আছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। ব্যাংকে আছে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা। বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকাভূক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার, মোটরযান আছে ৪ লাখ ৫০ হাজার টাকার, অগ্নেযাস্ত্র নেই, আসবাব আছে ২ লাখ ৪০ হাজার টাকার ও অলংকার আছে ১ লাখ টাকার। স্ত্রী আমেনা বেগম গৃহিণী, তার কোনো অর্থ সম্পদ নেই। তার নামে ৩৪ টি মামলা হয়েছে।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর