সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই শহীদের বাবাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

Jamat
মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতে ইসলামীর ঢাকা-৬ আসনের এমপি পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।

জুলাই শহীদের বাবা ও বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৬ আসনের এমপি পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় ড. মুহাম্মাদ আব্দুল মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান ও বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহম্মদ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমিন, মোতাসিম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ড. আব্দুল মান্নান ঢাকা-৬ আসনের বাসিন্দাসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেন এবং পুরান ঢাকাকে একটি আধুনিক, বসবাসযোগ্য, নিরাপদ ঢাকায় রূপান্তরিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর