সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জ-৪: ড. আহমদকে সমর্থন দিয়ে সরে গেলেন অলিউল্লাহ নোমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ-৪: ড. আহমদকে সমর্থন দিয়ে সরে গেলেন অলিউল্লাহ নোমান
সাংবাদিক অলিউল্লাহ নোমান ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক সাংবাদিক অলিউল্লাহ নোমান। এবার এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের অংশগ্রহণ করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন অলিউল্লাহ নোমান।


বিজ্ঞাপন


পোস্টে তিনি লিখেছেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমিরে জামায়াতের ফোনে আমি এ আসনে নির্বাচন করার জন্য রাজি হয়েছিলাম। তবে দাঁড়িপাল্লা মার্কায় আমার এ সিদ্ধান্ত ছিল এক ধরনের ধূমকেতুর মতো। কাকতালীয়ভাবে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সংগঠনের সর্বস্তরের ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণ রাখব।

সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোবাসার ঋণ কখনো পরিশোধ করা যায় না।’

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর