সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসিফ এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে নেই, মাহফুজও ভোটের বাইরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

asif-mahfuz
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দুই আলোচিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পর থেকেই তাদের নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে যোগ দেবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে অবশেষে তারা দুজনই ভোটের লড়াইয়ের বাইরে রয়ে গেছেন। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও মাহফুজ আলম যোগ দেননি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দলে যোগ দিচ্ছেন। তাকে মুখপাত্রের পদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


এর আগে মাহফুজ আলম গত রাতে জানান, তিনি এনসিপিতে যাচ্ছেন না। দলটি জামায়াত জোটে যোগ দেওয়ায় সে দিকে ইঙ্গিত করে এর ব্যাখ্যাও দেন তিনি। লক্ষ্মীপুরের একটি আসন থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মাহফুজ আলম জানান, তিনি ভোটের লড়াইয়ে থাকছেন না।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং, এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করে আসছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করবেন, তাই তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুন

এনসিপির মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ

এসময় আসিফ মহমুদ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরও সংখ্য সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

এদিকে সোমবার মাহফুজ আলম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না।

মাহফুজ আলম বলেন, আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করবো না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।

NCP
এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

তবে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার কিছু নেই।

আরও পড়ুন

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের

এর আগে সোমবার ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।

গত বছরের জুলাই আন্দোলনের সম্মুখসারির দুই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন। সম্প্রতি তারা দুজনই পদত্যাগ করেন।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর