রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি ঢাকা-১৪। এই আসনে বিএনপির একাধিকবারের সংসদ সদস্য ছিলেন প্রয়াত এস এ খালেক। পরে এই আসনে নির্বাচনে প্রার্থী হন তার ছেলে সৈয়দ এ সিদ্দিক সাজু। তবে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবিতে গড়ে তোলা ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলামকে (তুলি) মনোনয়ন দেয়। দলের মনোনয়ন বঞ্চিত সাজু স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিলেন।
সোমবার (২৯ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ এ সিদ্দিক মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
সৈয়দ এ সিদ্দিক দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্টের পতনের পর এই প্রথম তরুণরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ইতিহাসের চ্যালেঞ্জিং একটি নির্বাচন হবে এটা। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করি মিরপুরের সন্তানকে মিরপুরবাসী বেছে নেবে।
বিজ্ঞাপন
বিইউ/এফএ

