সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক নেতা মনসুর হত্যার বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

M
মনসুর হত্যার বিচার চেয়ে শাহবাগে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশের খন্ডচিত্র। ডানপাশে ইনসেটে নিহত মনসুর।

সংগঠনের সাবেক নেতা মনসুর আহমেদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালিত হয়েছে।

শাহবাগে জাতীয় জাদুঘরের গেটের সামনের সড়কে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মনসুরের স্মরণে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেওয়া হয়।


বিজ্ঞাপন


M3

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মনসুরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা মনসুরের আত্মত্যাগের কথা স্মরণ করে তার হত্যার বিচার দাবি করেন।

সমাবেশ চলাকালে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনসুর আহমেদের বাড়ি চাঁদপুরে। তিনি জেলার সদর উপজেলার নুরুল্লাপুরের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। 


বিজ্ঞাপন


M2

২০১৩ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মালিবাগে আঠারো দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ গণতন্ত্রের অভিযাত্রা আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি। 

মনসুর আহমেদ ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর শাখার বিমানবন্দর থানার ৩নং ওয়ার্ড সভাপতি ছিলেন। আইন বিষয়ে পড়াশোনা করতেন সিটি ইউনিভার্সিটিতে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর