সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্দোলনকারীদের উত্তরা-এয়ারপোর্ট সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

আন্দোলনকারীদের উত্তরা-এয়ারপোর্ট সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

বিদেশগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে রাজধানীর উত্তরা–এয়ারপোর্ট এলাকার প্রধান সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন চললেও সাধারণ মানুষের বিদেশযাত্রা ব্যাহত করা সমীচীন নয় বলে জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এয়ারপোর্টে যাতায়াত নির্বিঘ্ন রাখা আন্দোলনের নৈতিক দায়িত্বেরই অংশ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে শাহবাগে চলমান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের উত্তরা এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের উদ্দেশে এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, উত্তরা এলাকায় যারা অবস্থান কর্মসূচিতে আছেন, তাদের উদ্দেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অনুরোধ—এয়ারপোর্টে যাওয়ার মূল সড়ক যেন কোনোভাবেই অবরোধ করা না হয়। আন্দোলনকারীরা চাইলে রাস্তার অন্য পাশে অবস্থান নিতে পারেন, তবে বিমানবন্দরের পথে চলাচল অবশ্যই স্বাভাবিক রাখতে হবে।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, কারো যাতে ফ্লাইট মিস না হয় এবং কোনো ভাইয়ের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সবাইকে মানবিকভাবে বিবেচনা করতে হবে। এজন্য আন্দোলনকারীদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, উত্তরা থেকে এয়ারপোর্টমুখী সড়কটি অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং কেউ যেন কোনো অবস্থাতেই সেই রাস্তা আটকে না রাখে। বিদেশযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এখন সবার দায়িত্ব।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর