রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেকের আমজনতার দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

তারেকের আমজনতার দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম!

আমজনতার দলে যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলে তিনি বড় পদ পেতে পারেন।

রোববার (২৮ ডিসেম্বর) একাধিক গণমাধ্যমকে আমজনতার দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমজনতার দল (প্রজাপতি) থেকে নির্বাচন করব।’ 

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।’

এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

হিরো আলম আরো বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সবকিছু জানাব।


বিজ্ঞাপন


এর আগে বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর