রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে জামায়াতের সঙ্গেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

অবশেষে জামায়াতের সঙ্গেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

অবশেষে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘আসন সমঝোতা’ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বহু আলোচনার মধ্যে এই সিদ্ধান্তই পাকা করেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া তরুণদের এই রাজনৈতিক দল। 

আগামী রোববার কিংবা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানাবে দল দুটি। সংশ্লিষ্ট একাধিক সূত্র শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


এনসিপির একাধিক সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে ‘আসন সমঝোতা’ করে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি। এতে দলের এক তৃতীয়াংশের আপত্তি থাকা সত্ত্বেও সমঝোতার বিষটি চূড়ান্ত করা হয়েছে। তবে সমঝোতার বিষয়ে দেড় শতাধিক নেতা সম্মতি দিয়েছে।  

 


বিজ্ঞাপন


জামাতের সঙ্গে আসন সমঝোতার জামায়াতের একটি সূত্র জানায়, আগামীকাল রোববার অথবার পরশু সোমবারের মধ্যে চূড়ান্ত ঘোষণা এসে যাবে। আসনের সংখ্যার বিষয়ে নিজেদের মধ্যে এখন ‘দর কষাকষি’ হচ্ছে। আলোচনার মাধ্যমে আসন সংখ্যা চূড়ান্ত করবে দুই দল। 

এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। এ নিয়ে শনিবার তারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন। 

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর