জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।
জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের সেক্রেটারি, প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে নুরুল ইসলাম সাদ্দামকে এ দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি।
টিএই/ক.ম

