শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির 
পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ এবং ব্যানার ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নেতৃবৃন্দ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় তিনি বলেন, কোনো প্রোপাগাণ্ডায় বিএনপিকে রুখে দেওয়া যাবে না। সব ভালো কার্যক্রমের সঙ্গে  তারা আছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভোটের মাঠে জনগণই জবাব দেবে বলেও মন্তব্য করেন আমিনুল হক। 


বিজ্ঞাপন


bnp_purbachal_27_dec_ii
পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির। ছবি: সংগৃহীত 

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাচিত জীবন কাটিয়ে যুক্তরাজ্য থেকে গত ২৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) তারেক রহমানকে স্বাগত জানাতে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি। ওই সড়কে নির্মিত মঞ্চে দাঁড়িয়ে প্রায় ১৬ মিনিট বক্তব্য দেন তিনি। 

সেদিন বিএনপির এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ওই সড়কে জড়ো হন। এতে সেখানকার কিছু জায়গায় লাগানো গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মসূচি ঘিরে সমালোচনাও তৈরি হয়। 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর