শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

Tareque Rahman
ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান। ছবি: ঢাকা মেইল

জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার সকল আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১টা ১৮ মিনিটে তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার সকল আনুষ্ঠানিকতা শেষে করে আগারগাঁও থেকে চলে যান।


বিজ্ঞাপন


সরজমিনে দেখা যায়, এসময় তিনি এনআইডির নিবন্ধন আবেদনের সঙ্গে তারেক রহমান ছবি, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাওয়ার পর আবেদনের প্রেক্ষিতে কমিশন তাকে ভোটার তালিকায় যুক্ত করবেন।

এর আগে, এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।


বিজ্ঞাপন


এদিকে তারেক রহমানের আগমন ঘিরে আগারগাঁওয়ে নিরাপত্তা ছিলো জোরদার। 

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর