শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিবন্ধনের ২৪ ঘণ্টার মধ্যে স্মার্ট কার্ড পাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

নিবন্ধনের ২৪ ঘণ্টার মধ্যে স্মার্ট কার্ড পাবেন তারেক রহমান
নিবন্ধনের ২৪ ঘণ্টার মধ্যে স্মার্ট কার্ড পাবেন তারেক রহমান

জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।


বিজ্ঞাপন


হুমায়ুর কবীর বলেন, আমরা যতটুকু জানিয়েছে উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

আজ দুপুরেই তার নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর