আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৬ আসনে বইছে নির্বাচনী হাওয়া। আধুনিক পুরান ঢাকা গঠনের ডাক দিয়ে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জামায়াতের ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ড. আব্দুল মান্নান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর সংগ্রহ শেষে ড. আব্দুল মান্নান উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘পুরান ঢাকাবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ঢাকা-৬ কে একটি ইনসাফ কায়েমকারী মডেল এলাকায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাল্লাহ এবার ঢাকা-৬ আসনের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়নে তার দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার মূল অগ্রাধিকার। ইনশাল্লাহ ঢাকা-৬ বাসি আগামীর নেতৃত্ব সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত মানবিক নেতৃত্ব বেছে নেবে।’
এসএইচ/এমএইচআর

