শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ ওসমান হাদির বোন ঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

শহীদ ওসমান হাদির বোন ঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী
শহীদ ওসমান হাদির বোন ঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই ইচ্ছার কথা জানান।


বিজ্ঞাপন


মানববন্ধনের আয়োজন করেছেন মাসুমা হাদির সমর্থক ও শুভানুধ্যায়ীরা। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাদিকে প্রাণ দিতে হয়েছিল। তিনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। বক্তারা আরও যোগ করেন, হাদি সংসদে গিয়ে জনগণের, ন্যায়ের এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। “ঘাতকরা সেই চেষ্টা থামিয়েছে, তবে আমরা চাই তার লড়াই, দেশ ও জনগণের জন্য তার সংগ্রাম জীবিত থাকুক,” তারা বলেন।

মানববন্ধিতে উপস্থিতরা বলেন, “মাসুমা হাদির মাঝে আমরা শহীদ ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা চাই তিনি ঢাকা-৮-এর সংসদ সদস্য প্রার্থী হোন। দেশের মানুষও এটাই চায়।”

মাসুমা হাদি নিজেও বলেন, “আমার ভাই ওসমান হাদির রক্তে গড়া এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই অব্যাহত রাখতে চাই। ওসমান হাদির স্বপ্ন ছিল রিক্সাচালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ন্যায় প্রতিষ্ঠা করা। তাকে হত্যার মধ্য দিয়ে ইনসাফের লড়াই থামানো যায়নি। ইনকিলাব মঞ্চের ভাইবোনেরা যদি সিদ্ধান্ত নেন, আমি ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি।”

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর