দেশে থাকা অবস্থায় ২০০৬ সালে সবশেষ বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আবারও বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার কিছু আগে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তিনি। এসময় তিনি দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। নেতাকর্মীদের ভিড়ের কারণে বাবার সমাধিতে আসতে দেরি হয় তার।
বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
জিয়াউর রহমানের মাজার জিয়ারত ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কেউ দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হন।
সকাল থেকে ওলামা দলের নেতাকর্মীরা সমাধিস্থলে কোরআন তেলাওয়াত করেন। ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
দলটির নেতাকর্মীরা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নয়, বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। শেরে বাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিয়ার সমাধি ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে বিশেষ বাসে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (তিনশ ফিট সড়ক) সংবর্ধনাস্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান মা খালেদা জিয়াকে দেখতে।
জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন প্রমুখ মোনাজাতে অংশ নেন।
এসএইচ/এএইচ/বিইউ/ক.ম

