দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এই যাত্রাপথে তাকে রাজধানীর একটি স্পর্শকাতর এলাকা— পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বাসভবনের সামনের সড়ক দিয়েই অতিক্রম করতে হবে। বিষয়টি ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, তারেক রহমানের যাত্রাপথকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি জোরদার করা হয়েছে এবং যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, যাত্রাপথের বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সড়কের দুই পাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং আশপাশের ভবনগুলো নজরদারির আওতায় আনা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। যাত্রাপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ওইসব এলাকায় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

তারেক রহমানের এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ তাদের কাছে আবেগঘন ও ঐতিহাসিক ঘটনা।
বিজ্ঞাপন
সাবেক সেনাশাসক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হচ্ছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সেই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
এএইচ/এসএইচ/এফএ

