বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রশিবির থেকে বিদায় নিচ্ছেন জাহিদ, ঢাবি থেকে আসছে শীর্ষ নেতৃত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

ছাত্রশিবির থেকে বিদায় নিচ্ছেন জাহিদ, ঢাবি থেকে আসছে শীর্ষ নেতৃত্ব

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক কাউন্সিল সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর)। এর মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করবেন সংগঠনের সদস্যরা। তবে ছাত্রশিবির থেকে বিদায় নিচ্ছেন বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম। কে আসছেন নতুন নেতৃত্বে তা জানা যাবে আগামীকাল। 

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রশিবিরের সম্মেলন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর সংগঠনে থাকছেন না। নতুন বছর থেকেই দায়িত্ব থেকে বিদায় নিতে যাচ্ছেন তিনি। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। 

এবারের সম্মেলনে সভাপতি হওয়ার দৌঁড়ে বেশ কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে শীর্ষ পদটিতে সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের। আর সেক্রেটারি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।

এছাড়াও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমও রয়েছেন সম্ভবনার কাতারে।

যদিও ছাত্রশিবিরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, সংগঠনটিতে সেক্রেটারিই সাধারণত কেন্দ্রীয় সভাপতি হয়ে থাকেন। এমন না হওয়ার নজির খুব একটা দেখা যায়নি। সেই হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম দলটির নতুন কাণ্ডারি হওয়ার সম্ভবনা প্রবল।


বিজ্ঞাপন


এক্ষেত্রে আলোচনায় থাকা সিবগাতুল্লাহ, আজিজুর রহমান আজাদ ও সাদিক কায়েমের সেক্রেটারি হওয়ার সম্ভবনা রয়েছে। বেশিরভাগ সময় দফতর সম্পাদক থেকেই শিবিরের সেক্রেটারি নির্বাচন করা হয়ে থাকে। সেই হিসেবে সিবগাতুল্লাহ হওয়ারই সম্ভাবনা বেশি।

সংগঠনটির নেতারা বলছেন, আলোচনায় থাকা নেতাদের মধ্যেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যিনি সভাপতি নির্বাচিত হবেন, ব্যতিক্রম না হলে তিনি আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।

ছাত্রশিবির নেতারা বলছেন, ২০২৫ সালের এ সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সামনে জাতীয় নির্বাচন থাকায় ভোটারদের একটি বড় অংশ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে মেধাবী ও কৌশলী নেতৃত্বের দরকার। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র রাজনীতির নতুন ধারায় নিজেদের অবস্থান সুসংহত করাও নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।

টিএই/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর