বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে তিন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে তিন বৃদ্ধ

ফ্লাইওভারের ছায়ায় তিনজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া আর চোখে সতেজ প্রত্যাশা— সবই তাদের চেতনায় জীবন্ত। দীর্ঘ রাজনৈতিক জীবন ও অসংখ্য সংগ্রামের পরও দলের প্রতি তাদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। হেঁটে আসার ক্লান্তি, রাতের শীত— সবই যেন অদৃশ্য হয়ে গেছে। তাদের পদচারণা এবং দীর্ঘ রাতের অপেক্ষা সব মিলিয়ে বিলীন হয়ে গেছে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে।

হাতিরঝিল থেকে আসা তিনজন বিএনপি কর্মী— মো. সাগর মাঝি (৬৮), মো. জালাল মোল্লা (৬০) ও বাচ্চু আকন্দ (৫৫)— কাল রাত ১০টা থেকে গণসংবর্ধনার মঞ্চের আশেপাশে অবস্থান করছেন। কখনও শুয়ে, কখনও দাঁড়িয়ে, কখনও বসে সময় পার করছেন তারা। বয়সের ভার, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের নানা কষ্ট তাদের উদ্দীপনা নষ্ট করতে পারেনি। বরং দলের প্রতি ভালোবাসা, আস্থা ও দেশের প্রতি প্রত্যাশা আরও দৃঢ় হয়ে উঠেছে।


বিজ্ঞাপন


সাগর মাঝি বলেন, আমরা আজ থেকে ৩০–৪০ বছর ধরে এই দলের জন্য কাজ করছি। অনেক ত্যাগ করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে হেঁটে চলেছি। আজ যে কষ্ট করে এখানে আসছি, তা কোনো কষ্ট মনে হচ্ছে না। যদি আমাদের নেতা ঠিকমতো নেতৃত্ব দেন, তাতেই আমরা খুশি।

জালাল মোল্লা বলেন, রাতের অন্ধকার, হেঁটে আসার ক্লান্তি— সবই অতীতে চলে গেছে। আমাদের নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এই উদ্দীপনা আমাদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। আমরা চাই দেশের মানুষ শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বাঁচুক। কোনো বিপদ যেন মানুষের জীবন থামাতে না পারে।

বাচ্চু আকন্দ বলেন, আমরা চাই দেশের মানুষ নিরাপদে বাঁচুক। কোনো খুন, কোনো দমন বা অন্য কোনো বিপদ যেন মানুষের জীবনকে ভোগাতে না পারে। আজকের এই আয়োজন আমাদের দেখিয়েছে, দীর্ঘ সংগ্রাম কখনও বৃথা যায় না।

ফ্লাইওভারের নিচে বসে থাকা এই তিনজন বৃদ্ধ নেতা যেন এক জীবন্ত প্রতীক— অবিচল আস্থা, অনন্ত ধৈর্য এবং দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসার। তাদের পদচারণা, দীর্ঘ রাতের অপেক্ষা, হেঁটে আসা পথের ক্লান্তি— সব মিলিয়ে একটি দৃঢ় রাজনৈতিক কবিতা, যা দেশের প্রতি ভালোবাসা ও দলের প্রতি আস্থার গল্প বলে।


বিজ্ঞাপন


এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর