বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটবে রাজধানীতে। বিশেষ করে বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) তাকে সংবর্ধনা দেওয়ার এলাকা কুড়িলে নেতাকর্মীদের ঢল মানবে।
ফলে জমায়েতকে কেন্দ্র করে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার সুবিধার্থে ২০টি মেডিকেল ক্যাম্প করেছে বিএনপি।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলের পাশে ৬ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। যেখানে আইসিইউ সুবিধাও থাকবে।
তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঢাকাজুড়ে ২০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। যেখানে সার্বক্ষণিক চিকিৎসক, প্যারামেডিক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়া মঞ্চের কাছাকাছি ৬ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল থাকছে। যার সঙ্গে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংযুক্ত থাকবে। পাশাপাশি বিশুদ্ধ পানির সরবরাহ, সর্বত্র মোবাইল টয়লেট স্থাপন ও কয়েক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবেন।
জনদুর্ভোগ কমানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, যানজট এড়াতে রাজধানীতে প্রবেশের প্রধান পয়েন্টগুলোতে আলাদা বাস পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিমানবন্দরগামী ও বিদেশফেরত যাত্রীদের পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে কাকলী মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং আব্দুল্লাহপুরে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।
বিজ্ঞাপন
মাহাদী আরও জানান, এসব ডেস্ক থেকে মোটরবাইক এসকর্টের মাধ্যমে জরুরি যান চলাচল নির্বিঘ্ন রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। তারপরও কোনো অনিচ্ছাকৃত সমস্যার জন্য বিএনপির পক্ষ থেকে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
বিইউ/এএইচ

