ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঘুরছেন মো. মানিক মিয়া নামে বিএনপির এক কর্মী। একইসঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নিরাপত্তাও দাবি করেছেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) সংবর্ধনা মঞ্চের পাশেই দাঁড়িয়ে কথা হয় দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার বাসিন্দা বিএনপির কর্মী মানিক মিয়ার সঙ্গে।
বিজ্ঞাপন
মানিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কঠোর নিরাপত্তা ও শহীদ ওসমান হাদির খুনীদের ফাঁসির দাবিতে নিজ খরচে বানানো প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন তিনি। শুধু সভাস্থল নয়; এ প্ল্যাকার্ড নিয়ে ঢাকার বিভিন্ন সড়কে ঘুরে বেড়িয়েছেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় এসেছেন মানিক মিয়া। ঢাকার বিভিন্ন স্থনে ঘুরে বিএনপির প্রচারকাজ করেছেন।
মানিক মিয়া বলেন, শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়ে দেশনেত্রী এখন অসুস্থ। দীর্ঘদিন তারেক রহমান দেশে আসতে পারেননি। তিনি আসছেন। আমরা অনেক আনন্দিত। তবে আওয়ামী লীগ তাকে খুন করতে চায়। আমি প্রধান উপদেষ্টার কাছে তার নিরাপত্তা চাই।
ওসমান হাদি ‘খুব ভালো মানুষ’ ছিলেন উল্লেখ করে মানিক বলেন, ‘ওসমান হাদি শহীদ জিয়ার অনুসারী ছিলেন। তাকে ঢাকায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমি তার খুনীদের ফাঁসি চাই।’
এসএইচ/ক.ম

