ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জোটটি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, কাজী ফিরোজ রশিদ, গোলাম সারোয়ার মিলনসহ জোটের কেন্দ্রীয় নেতারা।
কোন আসনে কে প্রার্থী
ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু
ঢাকা-১৪: জাহাঙ্গীর আলম পাঠান
বিজ্ঞাপন
ঢাকা-১৬: আমানত হোসেন আমানত
নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা (সাবেক এমপি)
শরীয়তপুর-১: অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ
টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার
চট্টগ্রাম ও বরিশাল বিভাগ
চট্টগ্রাম-১২: সিরাজুল ইসলাম চৌধরী (সাবেক এমপি)
চট্টগ্রাম-৭: মো. নজরুল ইসলাম (সাবেক এমপি)
ফেনী-১: নাজমা আক্তার (সাবেক এমপি)
বরিশাল-৬: নাসরিন জাহান রতনা (সাবেক এমপি)
কক্সবাজার-১: মো. শামসুল আলম
লক্ষ্মীপুর-১: মো. বেলাল হোসেন
রাজশাহী ও রংপুর বিভাগ
বগুড়া-৬: নুরুল ইসলাম ওমর (সাবেক এমপি)
নীলফামারী-৩: মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল (সাবেক এমপি)
কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহম্মেদ (সাবেক এমপি)
ঠাকুরগাঁও-১: মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী
রাজশাহী-১: বরুন সরকার
অন্যান্য অঞ্চল
সিলেট-২: ইয়াহ ইয়া চৌধুরী (সাবেক এমপি)
ফরিদপুর-২: শাহ মোহাম্মদ আবু জাফর (সাবেক এমপি)
কুমিল্লা-৮: নুরুল ইসলাম মিলন (সাবেক এমপি)
জামালপুর-৪: ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (সাবেক এমপি)
দ্বৈত প্রার্থী দেওয়া হয়েছে যেসব আসনে
জোটটি কৌশলী কারণে ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসনগুলো হলো- ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, চট্টগ্রাম-৯, বরিশাল-৪, বরিশাল-৬, ঝালকাঠি-২, শেরপুর-১, শরীয়তপুর-১, বরগুনা-১ ও টাঙ্গাইল-৮।
জেপি ও শরিক দলের উল্লেখযোগ্য প্রার্থী
কুমিল্লা-৫: শওকত মাহমুদ
নারায়ণগঞ্জ-৪: গোলাম মোর্শেদ রনি
খুলনা-১: মির্জা আজম
কুড়িগ্রাম-৪: মো. রুহুল আমিন
এএইচ

