মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনিত প্রার্থী বাতিলের দাবি

ঢাকা-৭ আসনে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, স্থানীয় ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা নেই-এমন কাউকে প্রার্থী করলে দল ও ভোটার উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন ঢাকা-৭ আসনের বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।thumbnail_IMG_20251223_125816মানববন্ধনে বক্তারা বলেন, দলের নেত্রী গুরুতর অসুস্থ থাকায় সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। ঠিক সেই সময়টিকে সুযোগ নিয়ে হঠাৎ করে ৩৬ জনের একটি ঘোষণা দেওয়া হয়, যা স্থানীয় নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে।


বিজ্ঞাপন


বক্তারা আরও বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও ঢাকার রাজনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে লালবাগ এলাকার আলাদা গুরুত্ব রয়েছে। অতীতে ঢাকা-৭ আসনে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন, তারা সবাই ছিলেন এই এলাকার স্থানীয় বাসিন্দা। জাতীয় পর্যায়ের কোনো নেতা চাইলে একটি আসনে নির্বাচন করতে পারেন, কিন্তু সংশ্লিষ্ট এলাকায় বসবাস ও ভোটারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকা জরুরি।

মানববন্ধনে বলা হয়, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ওই এলাকার বাসিন্দা নন। ফলে তিনি ভোটারদের চেনেন না, আবার ভোটাররাও তাকে চেনেন না। এমন অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। বক্তারা বলেন, দলের চেয়ারম্যান বারবার এ বিষয়টি পরিষ্কার করে বলেছেন-ভোটারদের চিনতে হবে, জনগণের প্রতিনিধি হতে হলে জনগণের মধ্যেই থাকতে হবে।

thumbnail_IMG_20251223_125708স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, গত ১০ থেকে ১২ দিন ধরে তারা নিয়মিতভাবে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করছেন। এর আগেও জাতীয় প্রেসক্লাবে এসে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। স্থানীয় পর্যায়ে প্রতিদিন হাজার হাজার ভোটারের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বিপরীতে, মনোনীত প্রার্থীর সঙ্গে হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কোনো সাংগঠনিক সংযোগ নেই বলেও তারা অভিযোগ করেন।


বিজ্ঞাপন


মানববন্ধন থেকে দলের চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বিষয়টি পুনরায় তদন্ত ও পর্যালোচনা করে স্থানীয়ভাবে আবেদন করা চার-পাঁচজন প্রার্থীর বিষয়টি বিবেচনায় নেওয়া হোক। এটাই স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা।

এ সময় বক্তারা আরও বলেন, আগামী ২৫ তারিখ দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। শুধু ঢাকা নয়, সারাদেশের নেতাকর্মীরাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অপেক্ষা করছে বলে তারা উল্লেখ করেন।

এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর