মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কপাল পুড়ল’ রুমিন ফারহানার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

Rumin Farhana
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে দলের পক্ষ থেকে প্রার্থী করা হবে এমন প্রত্যাশায় ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। অবশেষে তার আসনে নিজেদের প্রার্থী না দিয়ে আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, এই আসনে তারা প্রার্থী দেবেন না। আসন সমঝোতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।


বিজ্ঞাপন


জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অবশ্য দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছিলেন রুমিন ফারহানা। 

সম্প্রতি এলাকায় এক কর্মসূচিতে রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর