মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চলবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ এএম

শেয়ার করুন:

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চলবে: ইশরাক
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলবে: ইশরাক। ছবি: সংগৃহীত

শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ভোটকেন্দ্রের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রে গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভয়াবহ দমন–পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত জুলাই মাসে সংঘটিত ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে এক হাজার ৪০০–এর বেশি মানুষ শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে বসে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার নির্দেশসংক্রান্ত তার অডিওর সত্যতা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিগত নির্বাচনগুলোকে প্রহসন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই অপশাসনের অবসান ঘটিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে বিএনপি আগেই ৩১ দফা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিল, যা বর্তমান সংস্কার কার্যক্রমের মূল ভিত্তি।

ঢাকা-৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ নিয়ে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্ব দেওয়া হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানানোর মিথ্যা স্বপ্ন দেখায় না; বরং দেশের বিদ্যমান সমস্যার সমাধান করে বাংলাদেশকে একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আবু তাহের, সোশ্যাল ক্লাব সভাপতি কামরুল মল্লিক, সাবেক ফুটবলার হারুন ঘোষ, শিক্ষক বজলুর রহমান, শ্রী শ্রী মদন সাহা মন্দির সভাপতি বাদল সাহা বলু, বিহারি লাল মন্দিরের সেক্রেটারি নীল কোমল সাহা। এ ছাড়া সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফয়েজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর