ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের আসন সমঝোতা নিয়ে রোববার একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে দলের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও সোমবার (২২ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভায় মাত্র দুটি আসনে সমঝোতায় নেতারা রাজি নন বলে মত দেন। অন্তত দশটি আসন পেলে আসন সমঝোতা করা সম্ভব বলে জানান তারা।
বিজ্ঞাপন
বিএনপির সঙ্গে আলোচনা অনুযায়ী যে দুই আসনে সমঝোতা হয়েছে সেখানে গণঅধিকার পরিষদের প্রার্থীরা ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। সেক্ষেত্রে বিএনপি দলীয় প্রার্থী দেবে না। যদিও পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন ইতোমধ্যে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন ফেসবুকে লিখেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।
আরও পড়ুন
দল বিলুপ্ত করে বিএনপিতে ভিড়লেন এহসানুল হুদা
হাসিনার আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি-জামায়াতের
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, রোববার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
দলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে ঢাকা মেইলকে বলেন, আমাদের অন্তত ছয়জন প্রার্থী আছেন যারা ভালো করবেন। ভোটে বিজয়ী হওয়ার মতো। এলাকায় এতদিন কাজ করেছেন। সেক্ষেত্রে আমরা দুটি আসন সমঝোতায় রাজি না। ১০টা আসনের বিষয়ে নেতারা মত দিয়েছেন। শেষ পর্যন্ত ছয় থেকে সাতটি আসন অবশ্যই চাই। না হলে ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে দলটির ‘ভোটের জোট’ হওয়ার গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত কী হবে তা এখনো স্পষ্ট নয়।
বিইউ/জেবি

