রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একটাই চাওয়া– আমার ভাইয়ের অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করবেন: হাদির বড়ভাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

একটাই চাওয়া– আমার ভাইয়ের অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করবেন: হাদির বড়ভাই
শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি

শহীদ শরিফ ওসমান বিন হাদির কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা নয়—একটাই দাবি তুলে ধরেছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, ওসমান হাদি যে বিপ্লব ও আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, সেই অসমাপ্ত বিপ্লবকে জনগণকেই সমাপ্ত করতে হবে। যতদিন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে না উঠবে, ততদিন রাজপথ ছাড়বে না তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বীর যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদত উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ওমর বিন হাদি বলেন, তিনি শহীদের ভাই হিসেবে পরিচিত হতে চাননি; চেয়েছিলেন রাজপথে বিপ্লবী ওসমান বিন হাদির পাশে থেকে দেশকে আধিপত্যবাদমুক্ত করতে। কিন্তু আজ ওসমান নেই। আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। এখন দায়িত্ব জনগণের—তার অসমাপ্ত বিপ্লবকে এগিয়ে নেওয়ার।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওমর বিন হাদি। তিনি বলেন, কান্না করার জন্য তারা রাজপথে নামেননি। হাদি পরিবার ও নিজের নিরাপত্তার কথা জেনেও জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার বিশ্বাস ছিল—দেশের জনগণই তার পরিবারের নিরাপত্তা।

3

ওমর বিন হাদি আরও বলেন, ঘটনার আকস্মিকতায় পরিবার ও সহযোদ্ধারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তবুও কোনো আর্থিক সহায়তা নয়, একটাই প্রত্যাশা—ওসমান হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখা।


বিজ্ঞাপন


শাহবাগী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যদি কেউ হাদিকে ভালোবাসেন, তার হত্যার বিচার চান এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চান, তাহলে আন্দোলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর