রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী মব সন্ত্রাসে ইন্ধন দিচ্ছে: রাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

ধর্ম ব্যবহার করে একটি গোষ্ঠী মব সন্ত্রাসে ইন্ধন দিচ্ছে: রাকিব

জুলাই অভ্যুত্থানের পর ধর্মকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (২১ ডিসেম্বর) সারাদেশে চলমান মব সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


রাকিব বলেন, ধর্মকে ব্যবহার করে যারা মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দিয়ে যাচ্ছে, তাদেরকে ছাত্রদল প্রতিহত করবে। এই নির্দিষ্ট গোষ্ঠীর ইন্ধনে যারা দেশের বাইরে বসে অনলাইনে যারা ঘৃণা ছড়াচ্ছেন তাদেরকেও প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বিভক্তির সৃষ্টি করে। এই মুহূর্তে তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদলও তাদের মতন অরাজকতামূলক আচরণ করলে ক্যাম্পাসে কেউ থাকতে পারত না।

শহীদ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে তার প্রতি নিন্দা প্রকাশ করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, এদের অবশ্যই জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।


বিজ্ঞাপন


 এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, সারাদেশে এই 'মব সংস্কৃতির নামে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।
 
গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তাঁর ৭ বছরের শিশু কন্যা আয়শাকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর