শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর
নুরুল হক নুর। ফাইল ছবি

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে দেশে নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত শোক র‍্যালিতে এই কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


নুরুল হক নুর বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি কারও পছন্দ না হলে নিজেরা ১০টা পত্রিকা বের করতে পারে। এভাবে নাশকতা করার পেছনে ষড়যন্ত্র রয়েছে।

তিনি বলেন, সরকার নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারলে গণঅধিকার পরিষদ ভোটে অংশ নেয়ার বিষয়ে নতুন করে চিন্তা করবে। সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর