ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আগামীকাল শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
মেজর হাফিজ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নেওয়া মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ৩৬টি আসনের বিষয়ে শুক্রবার অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী কৌশল ও প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মেজর হাফিজ দাবি করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব কুৎসা রটনার মোকাবিলায় প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখার কৌশল গ্রহণ করা হয়নি। বরং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি তাত্ত্বিক কাঠামো প্রার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা এবং প্রচারণায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহারের কৌশল প্রার্থীদের জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপি নেতা বলেন, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে। এসব কনটেন্ট ব্যবহার করে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মেজর হাফিজ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রচারণা ইতিবাচক রাখা এবং দলের বিরুদ্ধে অপপ্রচারের যথাযথ জবাব দেওয়া।’
তিনি আরও বলেন, একটি নির্বাচনী টিম এমন কনটেন্ট প্রচার করছে, যাতে সাধারণ মানুষ—বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক ও শ্রমিকেরা সহজে বিএনপির নীতিমালা বুঝতে পারে। ভিডিওর মাধ্যমে এসব বিষয় তুলে ধরা হচ্ছে।
মেজর হাফিজ বলেন, এসব নির্দেশনার মাধ্যমে প্রার্থীরা যেন একই বার্তা তুলে ধরতে পারেন এবং দলের ঐক্য আরও সুদৃঢ় হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকেই বেছে নেবে।
এআর

