শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘লাখো আবাবিল আপনার অপেক্ষায়, ফিরে আসুন ওসমান হাদি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

‘লাখো আবাবিল আপনার অপেক্ষায়, ফিরে আসুন ওসমান হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে তাদের চলমান রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ। তার সুস্থতা কামনা করে ফরহাদ বলেন, ‘আজ লাখো আবাবিল অপেক্ষায়, ফিরে আসুন’।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসএম ফরহাদ এই আকুতি ব্যক্ত করেন। 


বিজ্ঞাপন


এসএম ফরহাদ বলেন, ভারতীয় আধিপত্যবাদ, শাহবাগী তৎপরতা এবং আওয়ামী ফ্যাসিবাদ বিলোপের সংগ্রামে শরীফ ওসমান হাদির ভূমিকা গুরুত্বপূর্ণ। কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কার্যকর পরিকল্পনার মাধ্যমে ‘কালচারাল ফ্যাসিবাদ’-বিরোধী লড়াইয়ের বাস্তব রূপ দাঁড় করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন ফরহাদ।

শরীফ ওসমান হাদির কবিতা, উচ্চারণ ও বক্তব্যের কথা উল্লেখ করে ডাকসুর জিএস লেখেন, এসবের মধ্য দিয়ে তিনি প্রকৃত আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতিনিধিত্ব করেছেন। দেশি-বিদেশি আধিপত্যবাদী চক্রের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের এই লড়াইয়ে তাকে ভীষণ প্রয়োজন। 

পোস্টের শেষাংশে এসএম ফরহাদ শরীফ ওসমান হাদিকে ‘লাখো আবাবিলের সেনাপতি’ আখ্যা দিয়ে সম্মুখ সারিতে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান রবের কাছে দোয়া করেন, যেন শরীফ ওসমান হাদি সুস্থভাবে ফিরে আসেন।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর