দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে দলটি বলেছে, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সব নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব বলেন।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন পত্রের মাধ্যমে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির খবর পাওয়া গেছে, যা ঘৃণ্য ও নিন্দনীয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানানো হচ্ছে।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয়—এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ ধর্মীয় অধিকারসহ নাগরিক অধিকার ভোগ করে আসছে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ। খ্রিস্টান সম্প্রদায়সহ সব ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের জানমাল, ইজ্জত-আব্রু এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয় এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
টিএই/ক.ম

