ওসমান হাদির গণসংযোগে অংশ নিয়ে পরে তাকে গুলি করে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে এক আতোতায়ী। সে ঘটনার রেশ না কাটতেই এবার আরেক জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লার গণসংযোগ থেকে আটক হলেন দুই সন্দেভাজন।
তবে প্রাথমিক জিজ্হাসাবাদ শেষে এবং তারা হাসনাতেরই লোক নিশ্চিত হওয়ার পর আটক দুই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

ওই সময় দেবীদ্বারে নির্বাচনি প্রচারণা শুরু করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহজনক মনে করে পুলিশ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে দুজনকে আটক করা হয়।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিচয় যাচাই শেষে জানা যায়, আটক দুজনই হাসনাত আব্দুল্লাহর কর্মী-সমর্থক। এরপর তাদের বিরুদ্ধে কোনো সন্দেহ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিব নামে দুজনকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত জানান, তারা তারই কর্মী। এরপর ছেড়ে দেওয়া হয়।’
এএইচ
