বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, সব দলের সমান সুযোগ দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, সব দলের সমান সুযোগ দাবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী এই আহ্বান জানান।


বিজ্ঞাপন


শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘স্বাধীনতা পরবর্তী নয়টি সংসদ নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তবে কোনো নির্বাচনের দুই মাস আগে আইনশৃঙ্খলা এত খারাপ ছিল বলে মনে হয় না। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশা করি সরকার লেভেল প্লেইং ফিল্ড সমান রাখবেন।

জাপা মহাসচিব বলেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আজ থেকেই আমাদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে। অন্যথায় দেশের সংকট কাটবে না

পাটোয়ারী অভিযোগ করে বলেন,  একটি মহল একাত্তরের চেতনাকে ভূ-লুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। ইতিহাস বিকৃত করছে। আমরা মনে করি ২৪ মানে একাত্তরের পরাজয় নয়। ধারাবাহিকতা মাত্র। যারা একাত্তরকে ধারণ করবে, তারা ২৪-কেও লালন করবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয়ের রাজনীতি বর্তমানে অনুপস্থিত। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাতে হবে।

শামীম পাটোয়ারী আরও অভিযোগ করে বলেন, গত এক বছরে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সর্বত্রই মব সন্ত্রাস। মিথ্যা ও সাজানো মামলায় প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে। জামিন হওয়ার পর আবারও জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে। জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়ার বারবার জামিন হওয়া সত্ত্বেও জেলগেট থেকে গ্রেফতার করে নতুন মামলায় জড়ানো হচ্ছে। তিনি ভিত্তিহীন মামলা থেকে সাধারণ মানুষের অব্যাহতি চান।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মো: আতিকুর রহমান আতিক, শেরীফা কাদের, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, এইচ এম শাহরিয়ার আসিফ,  আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।

বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর