একাত্তরের ঘাতক এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের চরিত্র, লক্ষ্য ও উদ্দেশ্য একই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শামসুজ্জামান দুদু বলেন, ‘একাত্তরের ঘাতক এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের চরিত্র, লক্ষ্য ও উদ্দেশ্য একই। তারা সবাই দেশের জন্য ভয়ংকর ও ক্ষতিকর। এ বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা মূলত দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং আগের নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।’
দুদু বলেন, ‘স্বৈরাচারের লাভ হলেও এতে বাংলাদেশের জনগণের কোনো লাভ নেই। গণঅভ্যুত্থানকারীরাও এতে ক্ষতিগ্রস্ত হবে। শুরুতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও আরেকটি গণহত্যাকারী গোষ্ঠী দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত রাজনৈতিক শক্তি। এই দুই গণহত্যাকারী গোষ্ঠী বাংলাদেশকে বিপন্ন করতে পারে। ভালো মানুষের মুখোশ পরে তারা সমাজের ভেতরে অবস্থান করার চেষ্টা করছে। যদি আমরা কোনো ভুল করি, তাহলে দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এএইচ/এমআই

