বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে হট্টগোল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ এএম

শেয়ার করুন:

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে হট্টগোল

ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন বক্তব্য দেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধে ‘জয় বাংলা’ ছাড়া অন্যকোনো স্লোগান কি ছিল? এই বাংলাদেশেই মুক্তিযোদ্ধা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেনও একই স্লোগান দেন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়ে প্রতিবাদকারীরা মঞ্চে উঠে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।

প্রতিবাদকারী জাতীয় যুবশক্তির আল মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, কিন্তু ফ্যাসিস্টদের বন্দনা পূর্বপরিকল্পিত।’ অনুষ্ঠানে এমন বক্তা আর আমন্ত্রণ না জানানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন বলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলেছি। নামার পর জুলাই যোদ্ধারা প্রতিবাদ করে বললেন, বঙ্গবন্ধুর নাম বলা যাবে না।’

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ঘটনা নিশ্চিত করে বলেন, ‘দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করা হয়েছে।’


বিজ্ঞাপন


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ‘এ ঘটনায় কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। যারা বক্তব্য দিয়েছেন তাদের বয়স ৯০-এর বেশি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর