মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার সুস্থতার জন্য লালমাটিয়ায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য লালমাটিয়ায় বিএনপির দোয়া মাহফিল

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বেলাল আহমদ।

‎সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর লালমাটিয়া মহিলা কলেজের সামনে এই মাহফিলের আয়োজন করা হয়।

‎এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থতা ও তার পরিবারের সদস্যদের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই কামনা করা হয়।

‎‎মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ। এ ছাড়াও মোহাম্মদপুর থানা ও ৩২নং ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং লালমাটিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর