জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ওসমান হাদির ওপর হামলার চেষ্টা কোনো স্থানীয় ঘটনা নয়। যদি কেউ আগামীর বাংলাদেশে তার বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়, সেই বিদ্রোহের আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশকে ভারত একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায়। এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং কোনোভাবেই বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা হবে না। আগামীর বাংলাদেশে কেউ যদি ওসমান হাদিদের ওপর হামলার চেষ্টা করে, তাহলে সেই বিদ্রোহের আগুন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। স্বাধীনতার ৫৪ বছর পরও শকুনদের হাত থেকে মুক্তির জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে।’
ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার কঠিন জবাব দেওয়া হবে।’ বাংলাদেশকে দুর্বল করলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন কমিশন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। একটি শক্ত, যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব বাংলাদেশে নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই পথ রুদ্ধ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে নীল দলের পা-চাটা শিক্ষকদের চিহ্নিত করে বের করে দিতে হবে। মঞ্চে এক কথা বলে গোপনে সমঝোতার রাজনীতি করে জাতীয় ঐক্য গড়ে ওঠে না। দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে স্পষ্ট অবস্থান নিতে হবে।’
বিজ্ঞাপন
এএইচ/এফএ

