সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের ভূমিকা ও হাইকমিশনের নৈতিকতা প্রশ্নবিদ্ধ: সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

ভারতের ভূমিকা ও হাইকমিশনের নৈতিকতা প্রশ্নবিদ্ধ: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় ভারতীয় ভূমিকা উদ্বেগজনক। যদি ভারতীয় হাইকমিশন গণতন্ত্র হত্যা ও মানবতাবিরোধী কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দেয় এবং বাংলাদেশের জনগণের দাবি যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়, তাহলে হাইকমিশনের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে।’ 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সারজিস আলম বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ এখনও মুক্ত হতে পারেনি সেই শক্তিগুলো থেকে, যারা একাত্তরে দেশের স্বাধীনতাকে ভিন্ন দেশের কাছে ‘বিক্রি’ করার চেষ্টা করেছিল। ওই শক্তিগুলো এখনও বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীনভাবে এগিয়ে যেতে দিতে চায় না।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীনতার পক্ষে থাকা প্রতিটি মানুষই এক একজন ‘ওসমান হাদি’। কাউকে আক্রমণ বা দমন করে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতাকে থামিয়ে দেওয়া যাবে না। একজন উসমান হাদির বিরুদ্ধে সহিংসতা চালানো হলে তার প্রতিক্রিয়ায় আরও বহু ওসমান হাদির জন্ম হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর কোনো আপস করবে না।’

এনসিপি’র এই নেতা বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টার পরও শকুনদের নজর এড়াতে পারেনি। দুই বছর পার না হতেই এসব শক্তি আবারও দেশের মন্ত্রিত্ব, স্বাধীনতা ও বিপ্লবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

সারজিস আলম আরও বলেন, ‘ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে গোপন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আবারও পরাধীন করার চেষ্টা চলছে। অতীতে আবু সাঈদকে দমন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একজন আবু সাঈদের পর জন্ম নিয়েছে লক্ষ আবু সাঈদ। একইভাবে, ভবিষ্যতে একজন ওসমান হাদির পর লক্ষ ওসমান হাদি তৈরি হবে।’


বিজ্ঞাপন


ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারত আশ্রয় দিলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে এমনটি ভাবা ভুল। এ ধরনের অবস্থান থাকলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনও স্বাভাবিক হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, দাবি ও প্রত্যাশা যদি ভারতীয় হাইকমিশন যথাযথভাবে ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এ দেশে ওই কমিশনের উপস্থিতির নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে।’

সারজিস আলম সমাবেশে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় একত্রিত হতে হবে এবং ওসমান হাদির মতো সকল বীরকে রক্ষায় সবাইকে দৃঢ়ভাবে পাশে দাঁড়াতে হবে।’

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর