জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নিরাপত্তার ভয় দেখিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তারা কোনো প্রকার ভীতি বা বাধার মুখোমুখি থাকবেন না এবং জনগণের সঙ্গে একতাবদ্ধভাবে প্রতিবাদ ও দাবি কার্যকর রাখবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে বিদেশী প্রভাবকারীদের দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদী পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে ভারতের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর বাংলাদেশের গণহত্যায় জড়িত ব্যক্তিদের ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
তিনি বলেন, ভারতের কাছে আমাদের দাবি, গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত প্রত্যেককে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তিনি আশঙ্কা ও নিরাপত্তা হুমকি সত্ত্বেও মানুষের সাহসী ভূমিকার উপর জোর দিয়ে বলেন, আমরা যতই চাপে থাকি না কেন, আমাদের লক্ষ্য হবে স্বাধীন ও রঙিন জীবন যাপন করা, এবং ভবিষ্যতে সবুজ ও শক্তিশালী হওয়ার জন্য একত্রিত থাকা।
তিনি সকলের কাছে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনুক, জুলাই আন্দোলনকে বাঁচিয়ে রাখুক এবং বাংলাদেশের জন্য সকল শক্তিকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক।
বিজ্ঞাপন
এএইচ/এআর

