রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় চরমোনাই পীরের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় চরমোনাই পীরের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (১৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক ও উদ্বেগ জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে উল্লেখ করা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

চরমোনাই পীর নিহত শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের এই ত্যাগ বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর