বাংলাদেশপন্থার রাজনীতিতে আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররাই কমন শত্রু—এমন মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ডের কারণে বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশকে তিনি ব্যক্তিগতভাবে সম্মান ও সাধুবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
আবু সাদিক কায়েম লেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবে, কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এ জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
>> আরও পড়তে পারেন
রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে সবার কমন শত্রু হলো আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা। তাদের বিষয়ে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে নিজের একটি আগের পোস্ট নিয়েও ব্যাখ্যা দেন ডাকসুর সাবেক এ ভিপি। তিনি বলেন, গতকাল ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর যে পোস্টটি তিনি দিয়েছিলেন, সেখানে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। এ বিষয়ে যারা গঠনমূলক সমালোচনা ও মূল্যবান পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাদিক কায়েম।
বিজ্ঞাপন
টিএই/এএস

