রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভীর বক্তব্য শিষ্টাচারবিরোধী: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভীর বক্তব্য শিষ্টাচারবিরোধী: জামায়াত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। রিজভীর এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

শনিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রুহুল কবীর রিজভী ডিএমপি কমিশনারের নামে যে বক্তব্য আরোপ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন—তাকে ‘কোড’ করে যে বক্তব্য দেওয়ার দাবি করা হয়েছে, তা বোগাস, ভুয়া ও অসত্য।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে মনগড়া বক্তব্য দেওয়া রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, রিজভীর এই বক্তব্য প্রমাণ করে তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। এ ধরনের আচরণ গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

বিবৃতিতে অবিলম্বে রুহুল কবীর রিজভীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানানো হয়।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর