তফসিল ঘোষনার পর রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ মশাল মিছিল করেছে। এ মশাল মিছিলে ৫০-৬০ জন আওয়ামীলীগের নেতাকর্মী অংশগ্রহন করে মিছিল করে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও মশাল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমান বাঁশ ও লাঠি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মোহাম্মদপুরের পুরান থানা রোডে এ মশাল মিছিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ৫০ থেকে ৬০ জনের একটি দল হঠাৎ করে মশালে আগুন জ্বালিয়ে গণভবনের উল্টাপাশে পুরান থাকা রোডে একটি মিছিল করে। তবে আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা মশাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে কাউকে আটক করতে না পারলেও মশাল তৈরিতে ব্যবহৃত বাঁশ ও লাঠি উদ্ধার করে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এমন একটি ঘটনা আমি শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে জানাতে পারবো।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান নলেন, রাত ৯ টার পর পুরাতন থানা রোডে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ একটি মশাল মিছিল বের করে। পুলিশ ধাওয়া খেয়ে কয়েক বস্তা মশাল ফেলে পালিয়ে যায় নেতাকর্মীরা।
একেএস/এআর

