আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির আরও ছয়জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুয়েল ভূইয়া, বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফারুক হোসেন এবং সামাদ খান।
সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে এই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে বিএনপির এসব নেতাদের বহিষ্কার করা হয়েছিল। অবশেষে দল তাদের প্রতি ফের সদয় হলো।
এএইচ

