বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব না ছড়ানোর অনুরোধ: ডা. জাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ
সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে ব্রিফ করেন ডা. জাহিদ। ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, দেশ ও বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে, মেডিকেল সাইন্সের ভাষায় বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন।


বিজ্ঞাপন


বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এজেডএম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। 

সকল রাজনৈতিক দলের নেতারা তার স্বাস্থের খোঁজ  রাখছেন। স্বাস্থ বিবেচনায় খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। 

তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় নানা রকম কথা বলা হয়, তবে চিকিৎসকদের ছাড়া কারও কথায় তথ্য প্রচার না করার অনুরোধ থাকবে। এভারকেয়ারে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া। 


বিজ্ঞাপন


বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর