ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে আবারও দাঁড়ালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি দুর্ঘটনাস্থল ও স্কুল প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। দুর্ঘটনার দিনও তিনি এলাকাটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেন।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান ব্যক্তিগত অসুস্থতার কারণে এর আগে সব পরিবারের বাসায় গিয়ে দেখা করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে পেরে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ধৈর্য ধারণ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক কামনা করেন।
বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি গত ২১ জুলাই উড্ডয়নের অল্পক্ষণ পর বিদ্যালয়ের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক নিহত ও আহত হন।
বিজ্ঞাপন
টিএই/এএইচ

