ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীদের নিয়ে গঠিত এই দলটি যাচাই–বাছাই শেষে বুধবার সকালে ঢাকার বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম প্রকাশ করে। তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তালিকা অনুযায়ী দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২) নির্বাচন করবেন। আসনটি রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত। এ আসনে বিএনপির মনোনিত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ড. এমএ কাইয়ুম। জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন:
সদস্যসচিব আখতার হোসেনের নির্বাচনি আসন রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া)। এ আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক এমপি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ এমদাদুল হক ভরসা । হেভিওয়েট এই প্রার্থী কাউনিয়া উপজেলার সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি। গত ২০১৮ সালের নির্বাচনেও তাকে প্রার্থী করেছিল বিএনপি। এ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজম খান। তিনি রংপুর মহানগর জামায়াতের আমির।
বিজ্ঞাপন
ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী। ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের ব্যাপ্তি খিলক্ষেত থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত। এই আসনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। এই আসনে জামায়াতে ইসলামীও প্রার্থী ঘোষণা করেছে বহু আগেই। দলটির প্রার্থী হিসেবে এই আসনে লড়বেন অধ্যক্ষ আশরাফুল হক।
আর নোয়াখালী-৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ মনোনয়ন পেয়েছেন। এই আসনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী মাহবুবের রহমান শামীম আর জামায়াতের এমপি প্রার্থী অ্যাড. মাহফুজুল হক।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬ আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়া জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।
দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে। এই আসনে জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির দলীয় প্রার্থী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ৪ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী। জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।
ঢাকা-৯ আসনে প্রার্থী হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কবির আহমদ। তবে বিএনপি এ আসনের জন্য এখনও প্রার্থী চূড়ান্ত করেনি।
নরসিংদী‑২ আসনে এনসিপি থেকে প্রার্থী হিসেবে দাঁড়াবেন সারওয়ার তুষার। একই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. আবদুল মঈন খান। জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা আমজাদ হোসেন।
ঢাকা-১৭ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন তাসনুভা জাবীন। ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ — এই আসনে বিএনপির সাথে তার জোটের সম্ভাবনা কথা বলা হচ্ছে। তবে, এখনো চূড়ান্ত তালিকা দেনি বিএনপি। আর জামায়াত মনোনীত ঢাকা‑১৭ আসনের সংসদ প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান
টাঙ্গাইল-১ আসনে অভ্যুত্থানে নিহত সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে এনসিপি। বিএনপি থেকে মনোনিত ফকির মাহবুব আনাম স্বপন আর জামায়াত প্রাথমিকভাবে এই আসনে মনোনয়ন দিয়েছে অধ্যক্ষ মোন্তাজ আলীকে।
দিনাজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনসিপি নেতারা আগে এ আসনে প্রার্থী না দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত মনোনয়ন দিয়েছে।
এ ছাড়া পটুয়াখালী-১ আসনে জহিরুল ইসলাম মুসা। পটুয়াখালী‑১ আসনে বিএনপি‑র মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী আর জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল আহসান।
পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন। পটুয়াখালী‑২ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার আর জামায়াতে‑ই‑ইসলামী ওই আসনে প্রার্থী হিসেবে ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
ঝালকাঠি-১ আসনে মাহমুদা আলম মিতুকে প্রার্থী করা হয়েছে। জামায়াত থেকে প্রার্থী ড. ফয়জুল হক। তবে বিএনপি এ আসনের জন্য এখনও প্রার্থী চূড়ান্ত করেনি।
গত বছরের জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ শেরপুর-২ আসনে লড়বেন। এই আসেনে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী। জামায়াত থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন গোলাম কিবরিয়া।
সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন জানান, মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে জনগণের অভিযোগ ওঠলে যাচাই–বাছাই শেষে মনোনয়ন বাতিল করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, এবারের ভোটে তারা ‘ব্যালট রেভল্যুশনে’ যেতে চান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তাদের লক্ষ্য ৩০০ আসনেই প্রার্থী দেওয়া এবং সংস্কার–সমর্থনে জনমত গড়ে তোলা। প্রাথমিক তালিকায় যারা বাদ পড়েছেন, তাদের পরবর্তী ধাপে বিবেচনার আশ্বাসও দেন তিনি। জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এনসিপি প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে।
এএইচ/ক.ম

