বাংলাদেশে স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনতে এবং তৃনমূলের দুস্থ মানুষের কাছে সহজে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক এসব বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন তিনি।
বিজ্ঞাপন
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নারীদের শিক্ষিত করার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের যদি ঘরে রেখে দেন তবে এগুতে পারবেন না। একজনকে ঘরে আরেকজনকে বাইরে রেখে সেটা সম্ভব নয়। খালেদা জিয়া কিন্তু বাস্তব শিক্ষিত মা তৈরির যে প্রাগ্রাম সেটা তিনি শুরু করে দিয়েছিলেন। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে সাবলম্বী ও শিক্ষিত মা গড়ে তুলতে চায়।
কৃষি নিয়ে তারেক বলেন, এ দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। বহু মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত আছেন। ২০ কোটি মানুষ ডাল ভাত খায়। কৃষির কথা কিন্তু আমাদের ভাবতে হবে। দেশে কয়েক ক্যাটাগরির কৃষক আছে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি প্রান্তিক কৃষককে সরকারের তরফ থেকে সহাযেগিতা করি, সেই কৃষক সারাজীবন সরকারকে মনে রাখবে। আমাদের লক্ষ্য হলো কৃষক যাতে তার পায়ে দাঁড়াতে পারে। একই সাথে কৃষি পণ্যগুলো স্টরেজ করা।
আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, যে কোন মূল্যে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। প্রত্যেকটি প্লান যদি বাস্তবায়ন করতে হয় তবে আইন শৃঙা্খলার ব্যাপারে কঠোর হতে হবে।
তারেক রহমান বলেন, জনগণ একটি সুস্পষ্ট ধারণা চায়, ছাত্র শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চায়। বেকাররা কর্মসংস্থান সম্পর্কে জানতে চায়। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ইন্টারনেট দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান। ইমামদের একটি কাঠামোতে আনতে চান। এছাড়াও জনগনের প্রত্যেকটি মানুষের সমস্যাগুলো সমাধানে কাজ করবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এমআইকে/ক.ম

